শিরোনাম
পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন আজ
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৫
পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন আজ
(বাম দিক থেকে) আইতজাজ আহসান, আরিফ আলভি ও ফজলুর রহমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানে মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে। দেশটির ন্যাশনাল পার্লামেন্ট, উচ্চকক্ষ সিনেট এবং প্রাদেশিক পরিষদগুলোর ১,১০০ সদস্য এই নির্বাচনে ভোট দেবেন। সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।


প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সোমবার বিরোধী দলগুলোর পক্ষ থেকে একজন একক প্রার্থী মনোনয়ন দেয়ার সর্বশেষ প্রচেষ্টা ব্যর্থ হয়। এর ফলে প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি থেকে একজন প্রার্থীর পাশাপাশি বিরোধী দলগুলোর পক্ষ থেকে দু’জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


পাকিস্তানের আজকের প্রেসিডেন্ট নির্বাচনের তিন প্রার্থী হলেন পিটিআইয়ের আরিফ আলভি, পাকিস্তান পিপলস পার্টির আইতজাজ আহসান এবং জমিয়তে উলামায়ে ইসলামির ফজলুর রহমান।


নির্বাচনে জয়ী হওয়ার জন্য একজন প্রার্থীকে মোট গৃহিত ভোটের অর্ধেকের চেয়ে এক ভোট বেশি পেতে হবে।


পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, গোপন ব্যালটের মাধ্যমে পার্লামেন্ট সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে নির্বাচনের ফলাফল আগে থেকেই অনেকটা পরিষ্কার। বিরোধী দলগুলো একক প্রার্থী দিতে না পারায় পিটিআই প্রার্থী আরিফ আলভিই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট।


আগামী ৮ সেপ্টেম্বর বর্তমান পাক প্রেসিডেন্ট মামনুন হুসেইনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। সূত্র: পার্সটুডে


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com