শিরোনাম
নিলামে উঠছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনের গাড়ি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৯
নিলামে উঠছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনের গাড়ি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নির্বাচিত হয়েই বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রীর বাসভবনকে ''বিলাসিতামুক্ত'' করবেন। এরই অংশ হিসেবে শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবন সেখানকার বিলাসবহুল ও অপ্রয়োজনীয় যানবাহনের একটি তালিকা প্রকাশ করেছে, যেগুলোকে নিলামে বিক্রি করে দেয়া হবে। প্রধানমন্ত্রীর বাসভবনেই আগামি ১৭ সেপ্টেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে।


এসব যানবাহনের মধ্যে আছে আটটি বিএমডাব্লিউ, ২০১৪ মডেলের তিনটি কার এবং ২০১৬ মডেলের ৫০০০ সিসির তিনটি ও ৩০০০ সিসির দু'টি এসইউভি। তালিকায় আরো আছে ২০১৬ মডেলের চারটি মার্সিডিস বেঞ্জ, যার দু'টি ৪০০০সিসি বুলেটপ্রুফ।


এছাড়া আছে ১৬টি কার। এগুলোর একটি হলো ২০০৪ লেক্সাস কার, একটি ২০০৬ লেক্সাস এসইউভি, দু'টি ২০০৪ ল্যান্ড ক্রুজার এবং ২০০৩ থেকে ২০১৩ মডেলের আটটি কার।


এগুলো ছাড়াও নিলামে তোলা হবে ২০১৫ মডেলের চারটি বুলেটপ্রুফ ল্যান্ডক্রুজার। আছে একটি ১৮০০ সিসি হোন্ডা সিভিক কার এবং তিনটি সুজুকি গাড়ি, যার একটি কাল্টাস ও একটি এপিভি। সবগুলো গাড়িই ২০১৩ মডেলের। তালিকায় ১৯৯৪ মডেলের একটি হিনো বাসঅ রয়েছে। সূত্র : ডন অনলাইন


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com