শিরোনাম
সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৭
সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সোমালিয়ায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় তিন ব্যক্তি নিহত এবং ৬ শিশুসহ ১৪ ব্যক্তি আহত হয়েছেন। নিহতদের সবাই একটি সরকারি দফতরের নিরাপত্তা সদস্য।


স্থানীয় সময় রবিবার সকালে দেশটির রাজধানী মোগাদিসুতে একটি সরকারি দফতরের বাইরে এই আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে।


সরকারের মুখপাত্র সালাহ হাসান ওমর জানান, দফরের ভেতরে প্রবেশের সময় বাঁধা দেয়া হলে গাড়িটিতে বিস্ফোরণ ঘটায় এর চালক। এতে ঘটনাস্থলেই নিহত হয় তিন নিরাপত্তারক্ষী।


এই বোমা হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী সংগঠন আল শাবাব।


বোমাটির তীব্রতা এতটাই বেশি ছিলো যে, বিস্ফোরণের পর সরকারি ঐ দফতরের পাশের একটি মসজিদের ছাঁদ উড়ে যায়। এ ছাড়াও পাশের একটি স্কুল ভবন ধ্বসে পড়ে।


ঘটনার প্রত্যক্ষদর্শী রাকিয়া মাহামিদ আলী নামের এক নারী বিবিসিকে জানান, বিস্ফোরণের সময় আমরা ভবনটির ভেতরে কাজ করছিলাম। বিস্ফোরণের আওয়াজ শুনে আমি একটি টেবিলের নিচে লুকিয়ে পড়ি। সেখান থেকে আমি গোলাগুলির আওয়াজও পাই। যখন আমরা বের হয়ে আসি তখন অনেক মানুষকে আহত অবস্থায় সড়কে পরে থাকতে দেখি।


প্রসঙ্গত, ১৯৯১ সাল থেকে দেশটির সরকারের সাথে সংঘাতে লিপ্ত আছে আল শাবাব। প্রায়ই বিভিন্ন সরকারি দফতর, স্থাপনা এবং কর্তাব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালায় সংগঠনটি।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com