শিরোনাম
ইউক্রেনে বোমা হামলায় রুশপন্থী নেতা নিহত
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৬
ইউক্রেনে বোমা হামলায় রুশপন্থী নেতা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পূর্ব ইউক্রেনে রুশপন্থী বাহিনীর প্রধান আলেক্সান্ডার জাখারচেঙ্কো এক বোমা হামলায় নিহত হয়েছেন। রাশিয়া এ হত্যাকাণ্ডের জন্য সরাসরি ইউক্রেন সরকারকে দায়ী করেছে।


স্বঘোষিত দোনেস্ক পিপলস রিপাবলিকের নেতা শুক্রবার পূর্ব ইউক্রেনের দোনেস্ক শহরের একটি ক্যাফেতে এক বিস্ফোরণে প্রাণ হারান।


এ সময় বোমা বিস্ফোরণে আঞ্চলিক অর্থমন্ত্রী আলেক্সান্ডার তিমোফেইয়েভসহ আরো তিনজন আহত হয়েছেন।


রুশপন্থী বাহিনী জানিয়েছে, বিস্ফোরণের পর ইউক্রেনপন্থী বেশ কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা এ হামলাকে ইউক্রেনের ‘সুস্পষ্ট আগ্রাসন’ বলে অভিহিত করে এর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন।


রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ হত্যাকাণ্ডের জন্য ইউক্রেন সরকারকে দায়ী করেছেন।


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার রাতে নিহত জাখারচেঙ্কোর পরিবারের কাছে পাঠানো এক শোকাবার্তায় রুশপন্থী এ নেতাকে ‘সাহসী পুরুষ ও খাঁটি নেতা’ বলে অভিহিত করেছেন।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com