শিরোনাম
পাকিস্তানে চলচ্চিত্রের অশ্লীল বিলবোর্ডে নিষেধাজ্ঞা
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৮, ১৭:১০
পাকিস্তানে চলচ্চিত্রের অশ্লীল বিলবোর্ডে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চলচ্চিত্রের কোনো অশ্লীল বিলবোর্ড টানানো যাবে না বলে জানিয়ে দিয়েছেন প্রদেশের তথ্যমন্ত্রী ফায়াজুল হাসান চৌহান।


বৃহস্পতিবার লাহোরের এক জনসভায় তিনি বলেন, যদি তিন দিন পরেও পাঞ্জাবে অশ্লীল বিলবোর্ড থাকে তাহলে প্রথমে জরিমানা করা হবে। আদেশ না মানলে হল বন্ধ করে দেয়া হবে।


ইমরান খান নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল পিটিআইয়ের ওই মন্ত্রী আরো বলেন, আপনি অর্ধনগ্ন নারীর ছবি ছাপিয়ে বড় আকারের বিলবোর্ডে ঝুলিয়ে দিলেন, এতে কোনো মানবতা আছে?


জামায়াতে ইসলামী পাকিস্তান থেকে ইমরান খানের পিটিআইয়ে যোগ দিয়েছিলেন তিনি। শপথ গ্রহণের এক সপ্তাহ না পেরোতেই এমন বক্তব্য দিয়ে সাড়া ফেলে দিয়েছেন এই মন্ত্রী। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায় পাকিস্তানের এক রাজনীতিবিদের সঙ্গে তর্ক করার সময় অশ্লীল শব্দ ব্যবহার করছেন তিনি।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com