শিরোনাম
বেলুন উড়িয়ে ঈদ উদযাপিত হয় মিশরে
প্রকাশ : ২০ আগস্ট ২০১৮, ২০:২৯
বেলুন উড়িয়ে ঈদ উদযাপিত হয় মিশরে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঈদের খুশি ছুঁয়ে যায় সব দেশের, সব বয়সী মানুষদের। ঐতিহ্য আর সংস্কৃতি অনুযায়ী হয়ত উদযাপনে থাকে ভিন্নতা। পিরামিডের দেশ মিশর, মরুভূমির এ দেশে ঈদের দিনটি হয়ে যায় রঙে রঙে রঙিন এক সাম্রাজ্য।


সেখানকার ঈদ উদযাপন রীতিমতো আনন্দমেলার রূপ ধারণ করে। মিশরের ঈদ উদযাপনের একটি ঐতিহ্য হল বেলুন। রাজধানী কায়রোতে ঈদের দিন শিশুরা একে অন্যের সাথে খেলাধুলা করে এবং বিশেষ করে তারা এ সময়ে বেলুন নিয়ে খেলতেই বেশি ভালোবাসে।



কোরবানি নিয়ে বড়রা ব্যস্ত থাকলেও শিশুরা ব্যস্ত থাকে ঈদ আনন্দে উপভোগে। মেয়ে শিশুরা বোরকার সাথে মেলানো রঙের হিজাব পরে। ছেলে শিশুদের বেলায় ঘুরেফিরে সেই বেলুনের কথাই আসে। নানা রঙের, নানা আকারের বেলুন কেনা আর উড়ানো যেন তাদের দেয় ঈদ আনন্দ।


বেলুনের জনপ্রিয়তা যে কেবল ছোটদের মাঝে রয়েছে তা নয়। সবচেয়ে ব্যতিক্রমধর্মী বিষয় হলো, কায়রোতে আল-সেদ্দিক মসজিদের ঈদ-উল-আযহার জামাতের ওপর বিশাল বড় সারি করে বেলুন ঝোলানো থাকে যেগুলো নামাজ শেষ হওয়ার সাথে সাথে উড়িয়ে দেয়া হয়। এতে করে চারপাশ এমনভাবে রঙিন হয়ে যায় যে, দেখে মনে হয় যেন চারিদিকে ছড়িয়ে গিয়েছে ঈদের খুশির জোয়ার।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com