শিরোনাম
আস্ট্রেলিয়াকে পতাকা বদলাতে বললো নিউজিল্যান্ড
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৮, ২১:৪১
আস্ট্রেলিয়াকে পতাকা বদলাতে বললো নিউজিল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিউজিল্যান্ডের পতাকা নকল করার জন্য অস্ট্রেলিয়াকে দোষারোপ করে দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী উইনস্টন পিটার্স বলছেন, ‘অস্ট্রেলিয়ার উচিত নিজেদের পতাকার জন্য আলাদা নকশা খুঁজে বের করা।’


দেশটির সংবাদমাধ্যম টিভিএনজেড’কে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত এ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পতাকা, যা দীর্ঘকাল ধরে আমাদের আছে, তা অস্ট্রেলিয়া নকল করেছে।’


উইনস্টন পিটার্স আরো বলেন, ‘দীর্ঘকাল ধরে যে নকশাটি আমাদের পতাকার, অস্ট্রেলিয়ার উচিত হবে নিজেদের পতাকার ক্ষেত্রে সে নকশায় বদল এনে আমাদের প্রতি যথার্থ সম্মান দেখানো।’


সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের পতাকার নকশার ভিত্তিতে নির্মিত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পতাকার মধ্যে আসলেই অনেক সাদৃশ্য রয়েছে। দু’দেশের পতাকাতেই দেখা যায়, গাঢ় নীল রঙের পটভূমিতে বামদিকে ওপরের অংশে ছোট করে বসানো যুক্তরাজ্যের পতাকা আর ডানদিকে গুচ্ছ তারা।


তবে এ দু’দেশের পতাকার পার্থক্যের মধ্যে রয়েছে, নিউজিল্যান্ডের তারাগুলো লাল রঙের আর অস্ট্রেলিয়ার তারাগুলো সাদা। আর নিজেদের সাত রাজ্যের প্রতীক হিসেবে নিউজিল্যান্ডের পাঁচ তারার বদলে অস্ট্রেলিয়ার পতাকার মধ্যে আছে সাতটি তারা।


১৯০২ সালে তৈরি হয় নিউজিল্যান্ডের পতাকা। আর এর প্রায় পাঁচ দশক পরে ১৯৫৪ সালে জন্ম হয় অস্ট্রেলিয়ার পতাকার।


সংবাদে আরো বলা হয়, সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১৭ বছর বয়সী নিউজিল্যান্ডের এক কিশোরকে আটকের পর এমন মন্তব্য করলেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পিটার্স।


উক্ত ঘটনার পর নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বিক্ষোভও প্রদর্শন করেন দেশটির অধিবাসীরা।


উল্লেখ্য, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন মাতৃত্বকালীন ছুটিতে থাকায় দেশটির ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন উইনস্টন পিটার্স।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com