শিরোনাম
কাতারের নাগরিকদের হজে যেতে ‘বাধা’ দিচ্ছে সৌদি
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ২২:৫১
কাতারের নাগরিকদের হজে যেতে ‘বাধা’ দিচ্ছে সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি আরব কাতার নাগরিকদের হজে যেতে বাধা প্রদান করছে বলে দাবি করেছে দেশটি। হজ পালনে প্রয়োজনীয় পারমিট পাচ্ছেন না তারা।


দেশটির মানবাধিকার সংস্থা প্রধান আব্দুল্লাহ আল কাবি জানান, অনলাইন আবেদনের মাধ্যমে হাজিদের হজ পারমিট দেয়া হতো। কিন্তু কাতার থেকে এবার কেউ হজ পারমিট পাচ্ছে না। পারমিট না পাওয়ার কারণে এ বছর কোনো কাতারি হজে যেতে পারছে না।


এ অভিযোগ অস্বীকার করে সৌদি আরব জানায়, কাতার ধর্মীয় বিষয়কে রাজনীতিকরণ করছে। কোটা পদ্ধতি অনুযায়ী চলতি বছর ১ হাজার ২০০ কাতারি নাগরিক হজ পালনে সুযোগ পাওয়ার কথা।


সৌদি হজ মন্ত্রণালয়ের কাছে কতজন হাজি কাতারে পৌঁছেছেন তা জানতে চাওয়া হলে কোনো তথ্য দিতে পারেননি কর্মকর্তারা।


২০১৭ সালের রমজান মাসে সৌদি আরবের নের্তৃত্বে কাতারের ওপর অবরোধ আরোপ করে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com