শিরোনাম
পরলোকে শান্তিতে নোবেলজয়ী কফি আনান
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ১৫:৫০
পরলোকে শান্তিতে নোবেলজয়ী কফি আনান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মারা গেছেন।


আন্তর্জাতিক কূটনীতিকদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এক সংবাদে তাঁর মৃত্যুর খবর দিয়েছে।


মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মানবতার জন্য কাজ করার অবদানস্বরূপ ২০০১ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।


কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের মধ্যে আনানই ছিলেন প্রথম ব্যক্তি; যিনি বিশ্বের শীর্ষ কূটনীতিকের ভূমিকায় ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত পরপর দু’বার দায়িত্ব পালন করেছেন।


পরবর্তীতে আনান সিরিয়ায় চলমান সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধানের জন্য সেখানে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন।


তার মৃত্যুর কথা ঘোষণা করে এক বিবৃতিতে, কফি আনান ফাউন্ডেশন তাকে অবাধ ও অধিক শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে আজীবন লড়াই করে যাওয়া “বিশ্ব রাষ্ট্রনায়ক এবং গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ আন্তর্জাতিক ব্যক্তিত্ব” বলে উল্লেখ করেছে।


ঘানার কুমাসিতে ১৯৩৮ সালের ৮ এপ্রিল জন্মগ্রহণ করেন কফি আনান। জাতিসংঘের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা কফি আনান ছিলেন ঘানার একজন কূটনীতিবিদ। খ্রিস্টান ধর্মালম্বী হিসেবে প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় জনগোষ্ঠীর মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com