শিরোনাম
পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ১২:৪৭
পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্রিকেট তারকা ইমরান খান। গত ২৫ জুলাইয়ের নির্বাচনে তার দল বিজয়ী হওয়ায় শনিবার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করলেন তিনি।


তার এই বিজয়ে পাকিস্তানে দীর্ঘদিনের পরিবারতন্ত্রের অবসান এবং বিশেষ দুটি দলের বাইরে কোনো দল ক্ষমতা গ্রহণ করল।


ঐতিহ্যবাহী কালো শেরোয়ানি গায়ে ইমরান খানের শপথ বাক্য পাঠ করান দেশটির প্রসিডেন্ট মামনুন হোসেন। ইমরান খান সততা ও বিশ্বাসের ভিত্তিতে তার কাঁধে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।


এর একদিন আগে ইমরান (৬৫) জাতীয় পরিষদে আস্থা ভোটে নির্বাচিত হন। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে অ্যাসেম্বলির নব নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত হওয়ার পর ভোট শুরু হয় এবং ইমরান প্রত্যাশিতভাবেই জিতে যান। তাকে ভোট দেন ১৭৬ সদস্য, শাহবাজ পান ৯৬ ভোট।



ধারণা করা হচ্ছে তিনি একটি জোট সরকারের নেতৃত্ব দেবেন।


এদিকে দেশটির বিরোধী দলগুলো নির্বাচনে সেনাবাহিনী নগ্নভাবে ইমরানের পক্ষে হস্তক্ষেপ করেছে বলে জোর অভিযোগ করেছে। তবে সেনাবাহিনী ও ইমরান খান নির্বাচনে কারচুপি ও পক্ষপাতিত্বের অভিযোগ নাকচ করেছেন। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া


>>পাকিস্তানের মসনদে বসছেন ইমরান খান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com