শিরোনাম
গাজায় সংঘর্ষে নিহত ২ ফিলিস্তিনী, আহত ২৭০
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ১২:২০
গাজায় সংঘর্ষে নিহত ২ ফিলিস্তিনী, আহত ২৭০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গাজার পূর্বাঞ্চলীয় উপত্যকা ও ইসরাইল সীমান্তের মাঝে শুক্রবার ইসরাইলী সৈন্যদের সঙ্গে সংঘর্ষে দুই ফিলিস্তিনী নিহত ও আরো ২৭০ জন আহত হয়েছে। চিকিৎসা কর্মীরা একথা জানিয়েছে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কেদরা বলেন, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার পূর্বাঞ্চলে ইসরাইলী সৈন্যদের গুলিতে সাদাই আকরাম মুয়ামার (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।


তিনি এর আগে বলেছিলেন, করিম আবু ফাতায়ের নামে ৩০ বছর বয়সী আরেকজন ফিলিস্তিনী ইসরাইলী সৈন্যদের গুলিতে নিহত হয়েছে। ইসরাইলী সৈন্যরা তাকে গাজা ভূখণ্ডের মধ্যাঞ্চলের শরণার্থী শিবির আল-বুরেইজের পূর্বাঞ্চলে গুলি করে হত্যা করে।


প্রতি বছর ৩০ মার্চ ফিলিস্তিনিরা নিজ ভূমিতে ফেরার দাবিতে ভূমি দিবস পালন করে থাকে। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরাইল ফিলিস্তিনিদের ২১ হাজার বর্গকিলোমিটার ভূমি দখলের নতুন সিদ্ধান্ত ঘোষণা করে।


গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া এ গণবিক্ষোভে ইসরাইলী সেনাদের গুলিতে এ পর্যন্ত ১৬৬ জন নিহত হয়েছে এবং ১৮ হাজারের বেশি লোক আহত হয়েছে। সূত্র: এএফপি ও আল জাজিরা


বিবার্তা/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com