শিরোনাম
হাজিদের জন্য ‘ন্যাপ পডস’ সরবরাহ করছে সৌদি আরব
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ১২:০৫
হাজিদের জন্য ‘ন্যাপ পডস’ সরবরাহ করছে সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি আরব এবারের হজে বিনা খরচে ন্যাপ পড সরবরাহের উদ্যোগ নিয়েছে। এই ন্যাপ পড বা স্লিপ পড জাপানের বিখ্যাত ক্যাপস্যুল হোটেলের কথা মনে করিয়ে দেয়। তবে এই স্লিপ পড এখন সৌদি আরবে।


দেশটিতে রবিবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। এবার হজ পালনের জন্য অন্তত ২০ লাখ ধর্মপ্রাণ মুসলিম মক্কা নগরীতে জমায়েত হয়েছে।


সৌদি কর্তৃপক্ষ আগামী দিনগুলোতে দেশটির পশ্চিমাঞ্চলীয় নগরী মিনায় এই ক্যাপসুল রুম প্রবর্তন করতে যাচ্ছে।


চলতি বছর সৌদি আরব হজব্রত পালনে যে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে, বিনামূল্যে এই স্লিপ পড বিতরণ তারই অংশ। একই সাথে সৌদি সরকার হজ পালনকারীদের সুবিধার্থে তাৎক্ষণিক অনুবাদ এবং জরুরি চিকিৎসাসেবা দেয়ার লক্ষ্যে নতুন একটি অ্যাপ চালু করেছে।


মনসুর আল-আমের সৌদি দাতব্য সংস্থা দ্য হাজি অ্যান্ড মুতারেম গিফট চ্যারিট্যাবল এসোসিয়েশনের প্রধান।



সংস্থাটি এ বছর হাজিদের ঘুমানোর জন্য বিনামূল্যে ১৮ থেকে ২৪টি ক্যাপসুল দেবে। প্রতিটি পডের মধ্যে তোশক, পরিচ্ছন্ন চাদর, এয়ার কন্ডিশনিং ও বড় একটি আয়না থাকবে। জায়গা বাঁচাতে পডটি আড়াআড়ি বা সোজাসুজিভাবে সেট করা যাবে।


আমের বলেন, কী করে হাজিদের হজ পালন আরো একটু আরামদায়ক করা যা, সে ব্যাপারে সব সময়ই আমাদের চিন্তা থাকে। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।


যে সব হাজি হোটেলে জায়গা পাননি বা হোটেলে থাকার সামর্থ নেই। কিন্তু স্বাস্থ্যগত কারণে হজের আনুষ্ঠানিকতা পালনের ফাঁকে যাদের বিশ্রাম দরকার তাদের জন্য ন্যাপ পড একটি চমৎকার সমাধান।


প্রত্যেক হাজি ওই পডে তিন ঘণ্টা করে বিশ্রাম নিতে পারবেন। প্রতিটি পড জাপান থেকে আমদানি করতে খরচ পড়েছে প্রায় এক হাজার ১১৪ ইউরো।


যখন একজন হাজি বিশ্রাম নিয়ে পড থেকে বের হবেন, তখন শ্রমিকরা পরবর্তী হাজির জন্য পডটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। সূত্র: এনডিটিভি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com