শিরোনাম
জারদারির বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৮, ১৬:৫৫
জারদারির বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভুয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেলেঙ্কারি মামলায় পাকিস্তানের একটি ব্যাঙ্কিং আদালত শুক্রবার দেশটির সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারির বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।


করাচির আদালতটি একই মামলার অপর কয়েকজন পলাতক আসামীর নামেও একইরকম গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন যেন জারদারি ও অন্য সকলকে ৪ সেপ্টেম্বরের মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়।


এদিকে জারদারির বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির খবর অস্বীকার করেছে পিপিপি। দলের মুখপাত্র ফারহাতউল্লাহ বাবর এক বিবৃতিতে জারদারির আইনজীবী ফারুক এইচ নায়েকের বরাত দিয়ে বলেন, সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে এরকম কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি। সূত্র : ডন অনলাইন


বিবার্তা/হুমায়ুন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com