শিরোনাম
লিবিয়ায় হত্যার দায়ে ৪৫ জনের মৃত্যুদণ্ড
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৮, ১০:৪৮
লিবিয়ায় হত্যার দায়ে ৪৫ জনের মৃত্যুদণ্ড
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১১ সালে গণঅভ্যুত্থানের সময় লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে ৪৫ ব্যক্তিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।


লিবিয়ার এক আপিল আদালত বুধবার এ রায় দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।


বিবৃতিতে মামলার বিস্তারিত জানানো হয়নি। তবে বিচার মন্ত্রণালয়ের এক কমর্কর্তা জানিয়েছেন, লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি ত্রিপোলি থেকে পালিয়ে যাওয়ার ও ক্ষমতাচ্যুত হওয়ার অল্প সময় আগে তার অনুগত বাহিনীগুলোর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে মামলাগুলোর সম্পর্ক আছে।


গাদ্দাফিকে উৎখাত করার পর থেকে এটিই মৃত্যুদণ্ডের সর্বোচ্চ সংখ্যা বলে মনে করা হয়। সাত বছরে আগে সংগঠিত গণঅভ্যুত্থানের পর থেকে লিবিয়ায় শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে দেশটির কর্তৃপক্ষ।


এই রায়ে আরো ৫৪ জনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে এবং অন্য ২২ জনকে খালাস দেয়া হয়েছে। অভ্যুত্থানের সময় সংগঠিত ওই হত্যাকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়।


তবে এটি পরিস্কার নয় যে, কখন অভিযুক্তদের গ্রেফতার করা হলো এবং কখনই বা তাদের বিরুদ্ধে অভিযোগ আনা ও বিচার সম্পন্ন হলো।


রায় দেয়ার সময় বিবাদী পক্ষের আইনজীবী ও অভিযুক্তদের স্বজনরা আদালতে হাজির ছিলেন। কিন্তু আসামিরা আদালতে হাজির ছিল না। লিবিয়ায় ২০১১ সালের পর থেকে দেওয়া মৃত্যুদণ্ডগুলো কার্যকর হয়েছে বলে শোনা যায়নি। সূত্র: রয়টার্স ও বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com