শিরোনাম
ভাঙা লেন্স চোখে নিয়ে ২৮ বছর পার!
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৮, ১৮:৪৩
ভাঙা লেন্স চোখে নিয়ে ২৮ বছর পার!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

হারিয়ে যাওয়া আস্ত একটি লেন্স চোখের মধ্যে নিয়ে ২৮ বছর পার করেছেন যুক্তরাজ্যের এক নারী। ওই নারীর বাম চোখের পাতা ছয় মাস ধরে ফুলে ছিল।


ডাক্তার প্রথমে তার চোখের পাতার নিচে শক্ত একটি পিন্ড রয়েছে বলে মনে করেছিলেন। পরে ডাক্তাররা জানতে পারেন ওই নারীর চোখে একটি কন্টাক্ট লেন্স রয়েছে।


চিকিৎসকরা জানান, ব্যাডমিন্টনের শাটলককের আঘাতে লেন্সটি তার চোখের ওপরের দিকে চলে যায় এবং সেখানেই আটকে ছিল গত ২৮ বছর।


ডাক্তাররা জানান, এমআরআই করার ফলে ওই লেন্সটি ধরা পরে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে ওই সিস্ট অপসারণ করা হয়। অপসারণ করার পর দেখা যায়, সিস্টের ভেতরে ছিল একটি চোখের লেন্স।


পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২৮ বছর আগে, যুক্তরাজ্যের ১৪ বছর বয়সী ওই নারী ব্যাডমিন্টন খেলতে গিয়ে চোখে ব্যথা পান।


এ সময় তার ওই চোখের কন্টাক্ট লেন্সটি হারিয়ে যায়। কিন্তু লেন্সটি মূলত হারিয়ে যায়নি। ব্যাডমিন্টন ব্যাটের আঘাতে লেন্সটি তার চোখের মধ্যে আটকে যায়।


তবে এতো লম্বা সময় ধরে তার চোখের পাতায় লেন্সটি আটকে থাকার পরও ওই নারী তা ঘুর্ণাক্ষরেও বুঝতে পারেননি। তার বাম চোখের পাতা একটু ভারী ছিল সবসময়, কিন্তু তা নিয়ে তিনি কখনো চিন্তিত হননি।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com