শিরোনাম
সিরিয়ায় অস্ত্র গুদামে বিস্ফোরণে নিহত ৩৯
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৮, ০৯:১৫
সিরিয়ায় অস্ত্র গুদামে বিস্ফোরণে নিহত ৩৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে ১২টি শিশু রয়েছে।


ওিই প্রদেশের সারমাদা শহরের একটি ভবনে অস্ত্রের গুদাম ছিল। ধারণা করা হচ্ছে এই গুদাম এক অস্ত্র পাচারকারীর।


এখনো বহু লোক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউসম্যান রাইট ও স্থানীয় সাংবাদিকরা।


মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান জানান, তুরস্ক সীমান্তবর্তী সারমাদা শহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণটি ঘটেছে। এতে মোট দুটি ভবন বিধ্বস্ত হয়। বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে পারে। কারণে আহতদের অনেকের অবস্থা আশংকাজনক এবং অনেকে ধ্বংস্তুপের মধ্যে আটকা পড়ে আছে। এছাড়া অনেকে এখনো নিখোঁজ রয়েছে।



বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।


সংস্থাটি বলছে, অস্ত্র গুদামটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির আশ-শামের অধীনে ছিল। ইদলিব প্রদেশের বেশিরভাগই হায়াত তাহরির আশ-শাম সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে।


ইদলিব সর্বশেষ বড় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা। ধারণা করা হচ্ছে সিরীয় সরকারের পরবর্তী লক্ষ্য হতে যাচ্ছে ইদলিব। সূত্র: বিবিসি ও পার্সটুডে


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com