শিরোনাম
লোম্বকে ফের ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ৩ শতাধিক
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৮, ১৫:৩৪
লোম্বকে ফের ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ৩ শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইন্দোনেশিয়ার লোম্বক দ্বীপে আবারো শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবারের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২।


এর আগে রবিবার রাতে ওই একই দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে তিন শতাধিক মানুষ মারা গেছে।


দ্বীপটিতে এ নিয়ে তৃতীয়বারের মতো ভূমিকম্প আঘাত হানলো। ২৯ জুলাই দ্বীপটিতে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ১৭ জন প্রাণ হারায়।


প্রত্যক্ষদর্শী এবং দেশের আবহাওয়া ও ভূতত্ত্ব সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার নতুন করে ভূমিকম্পের আঘাতে বহু ভবন ধসে পড়েছে। আতঙ্কিত লোকজন বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।


যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসএজিএস) জানিয়েছে, নতুন ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ও মাত্রা ৫ দশমিক ৯। রবিবারের ভূমিকম্পের পর ৩৫৫টি পরাঘাত অনুভূত হয়েছে।


কর্তৃপক্ষ রবিবারের ভূমিকম্পে বাস্তুচ্যুত এক লাখ ৫৬ হাজার লোকের জন্যে জরুরি ঔষধ, খাদ্য ও খাবার পানির আবেদন জানিয়েছে।


আতঙ্কিত গ্রামবাসীর অনেকে তাঁবু, রাস্তায় ও খোলা মাঠে অবস্থান করছেন। এছাড়া আহতদের চিকিৎসা ব্যবস্থাও অপ্রতুল।



দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার এক মুখপাত্র বলেন, ভূমিকম্পে ভূমিকেম্প গুরুতর আহত এক হাজার ৪শ’ এবং বাস্তুচ্যুত হয়েছে এক লাখ ৫৬ হাজার লোক।


লোম্বকে রেডক্রস কর্মকর্তা ক্রিস্টোফার রাসি বলেন, ওই দ্বীপের কয়েকটি গ্রাম পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।


দেশটির কর্মকর্তারা বলেছেন, রবিবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। তবে প্রাদেশিক কর্মকর্তারা বলেছেন, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জনে। কিন্তু স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলেছে, এই সংখ্যা ৩৪৭ জনের বেশি।


ভূমিকম্পের থেকে লোম্বকের উত্তর অংশের গ্রামীণ এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। তবে ইতোমধ্যে দ্বীপটির অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিয়মিত হয়েছে।


ভূমিকম্পে সেতু ধসে পড়ায় ও রাস্তা ধ্বংস হওয়ায় কিছু দুর্গত গ্রামে ত্রাণকর্মীদের পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। সূত্র: গার্ডিয়ান, বিবিসি ও এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com