শিরোনাম
হরমুজ প্রণালিতে গেরিলাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৮, ১৭:৩৮
হরমুজ প্রণালিতে গেরিলাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওমান উপসাগর ও আরব সাগরকে সংযোগকারী হরমুজ প্রণালিতে গেরিলাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। এ জন্য প্রণালিতে ইতিমধ্যে ছোট আকারের জাহাজ ও স্পিডবোটের মহড়া শুরু করেছে দেশটি।


বিজনেস ইনসাইডারের খবরে মহড়ায় ইরানের নৌবাহিনী ইসলামিক রিপাবলিক এলিট গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যরা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ধ্বংস করার প্রশিক্ষণ দিচ্ছেন সেখানে।


বিশ্বব্যাপী সামরিক বিবেচনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী শক্তি ও সংখ্যায় সেরা। কিন্তু ইরানি নৌবাহিনীর যানগুলো ক্ষুদ্র, দ্রুতগতির ও মরণঘাতী।


ক্ষুদ্রাকৃতির কারণে এসব স্পিডবোট ব্যবহার করে বিশ্বের বড় বড় জাহাজ খুব সহজেই ঘায়েল করা সম্ভব। এজন্য এসব ছোট যান দিয়ে পরাশক্তি যুক্তরাষ্ট্রকে দমনের জন্য সমুদ্রে শক্তিশালী গেরিলা সেনাবাহিনী গড়ছে ইরান।


ভূরাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান স্ট্রাটফরের জ্যেষ্ঠ সামরিক বিশ্লেষক ওমর লামরানি বলেছেন, ‘যেহেতু যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সক্ষমতা বেশি। তাই এই মুহূর্তে ইরানের চেয়ে বড় বড় জাহাজ তৈরির পরিকল্পনায় নেই। বরং তারা স্পিডবোট, বন্দুক, বিস্ফোরক ও কিছু ক্ষেপণাস্ত্রপ্রতিরোধী জাহাজ দিয়ে যুক্তরাষ্ট্রকে মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com