শিরোনাম
মেক্সিকোয় বিমান দুর্ঘটনায় আহত ৮৫
প্রকাশ : ০১ আগস্ট ২০১৮, ১০:২৭
মেক্সিকোয় বিমান দুর্ঘটনায় আহত ৮৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মেক্সিকোর উত্তরাঞ্চলে ডুরাঙ্গো রাজ্যে এক বিমান দুর্ঘটনায় ৮৫ জন আহত হয়েছে। প্রচণ্ড শিলাবৃষ্টি চলাকালে উড্ডয়নের সময় বিমানটি এ দুর্ঘটনার কবলে পড়ে। এতে বিমানটিতে আগুন ধরে যায়। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা একথা জানান।


ডুরাঙ্গোর গভর্নর জোসে রোসাস এক টুইটার বার্তায় বলেন, ফ্লাইট এএম২৪৩১ দুর্ঘটনায় কেউ নিহত হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে।


৯৭ জন যাত্রী ও চার ক্রুসহ বিমানে ১০১ জন আরোহী ছিল। আহতদের মধ্যে ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুইজনের অবস্থা আশংকাজনক।


যাত্রীদের বরাত দিয়ে রোসাস মিলেনিও টিভিকে বলেন, বিমানটি উড়ার সময় অস্বাভাবিকভাবে চলতে থাকে এবং তখনই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় সামান্য আহত যাত্রীরা বিমান থেকে দ্রুত নেমে যায় এবং একটি ফাঁকা স্থানে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় পুরো স্থানটি ধোঁয়ায় ঢেকে যায়।



ডুরাঙ্গোর বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র আলেজান্দ্রো কার্ডোজা মিলেনিও টিভিকে বলেন, এ ঘটনায় আনুমানিক ৮৫ জন আহত হয়েছে।


শিলাবৃষ্টির মধ্যেই বিমানটি উড্ডয়নের চেষ্টা করা হয়। কিন্তু অস্বাভাবিকতা দেখা দেয়ায় ডুরাঙ্গো বিমানবন্দর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি মাঠে বিমানটিকে জরুরিভাবে অবতরণ করানো হয়। সূত্র: এএফপি ও বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com