শিরোনাম
পাকিস্তানে ভোটকেন্দ্রের কাছে আত্মঘাতী হামলায় নিহত ৩১
প্রকাশ : ২৫ জুলাই ২০১৮, ১৪:৩৮
পাকিস্তানে ভোটকেন্দ্রের কাছে আত্মঘাতী হামলায় নিহত ৩১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা নগরীর এক ভোটকেন্দ্রের কাছে বুধবার একটি পুলিশ ভ্যানকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছে।


দেশটির কর্মকর্তারা বলেছেন, নিহতদের মধ্যে পাঁচ পুলিশ কর্মকর্তা রয়েছে। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।


পাকিস্তানে আজ ১১তম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বেলা ১১টার দিকে কোয়েটার ইস্টার্ন বাইপাস এলাকায় একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে ওই বোমা হামলা চালানো হয়।


কোয়েটার এনএ-২৬০ আসনটি নির্বাচনের আগে থেকেই স্পর্শকাতর হিসেবে বিবেচনা করা হয়। সেখানে একটি স্কুলে ভোটগ্রহণ চলার মধ্যেই বাইরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়।


কোয়েটা পুলিশের মহাপরিদর্শক মোহসিন বাট বলেছেন, এ ঘটনা আত্মঘাতী হামলা বলেই তাদের মনে হয়েছে। পুলিশ ইতোমধ্যে সেখানে তদন্ত শুরু করেছে।


কোয়েটার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা হাশিম গিলজাই বলেন, হামলাকারী ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল। পুলিশ তাকে থামানোর চেষ্টা করলে সে বিস্ফোরণ ঘটায়।


এদিকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। সূত্র: ডন ও এক্সপ্রেস ট্রিবিউন


বিবার্তা/জাকিয়া


>>পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com