শিরোনাম
গ্রিসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৫০
প্রকাশ : ২৪ জুলাই ২০১৮, ১৩:৪৪
গ্রিসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৫০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গ্রিসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৫০ এ দাঁড়িয়েছে। এ ছাড়া ১৬ শিশুসহ শতাধিক মানুষ আহত হয়েছেন, যার মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।


সোমবার রাজধানী এথেন্সের উপদ্বীপ অ্যাটিকার পূর্ব ও পশ্চিম অংশ দাবানলে আক্রান্ত হলে হতাহতের এ ঘটনা ঘটে।


রেডক্রস জানিয়েছে, সমুদ্র তীরবর্তী মাতি গ্রাম থেকে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে সরকারের পক্ষ থেকে ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল।


বিবিসির খবরে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই এথেন্স থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বের উপকূলীয় একটি রিসোর্টে অবস্থান করছিলেন।


অনেকেই আবার নিজ বাড়ি ও গাড়ির ভেতরই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের শত শত কর্মী।


পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। পার্শ্ববর্তী এলাকা থেকে লোকজন বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।


গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সাইপ্রাস সাংবাদিকদের জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধ্যমতো কাজ করে যাচ্ছেন তারা। সব ধরনের জরুরি বাহিনীকে এ বিষয়ে তৎপর করা হয়েছে বলেও জানান তিনি।


এদিকে আগুন নিয়ন্ত্রণহীন হয়ে ছড়িয়ে পড়ায় মঙ্গলবার উপকূলবর্তী মানুষজনকে ঘরবাড়ি ছেড়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া অবকাশযাপন কেন্দ্রগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে শিশুদের।


অব্যাহত এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের পক্ষ থেকে হেলিকপ্টার ও অতিরিক্ত ফায়ার সার্ভিসের সহায়তা চেয়ে ইউরোপের অন্য দেশগুলোর কাছে আবেদন জানানো হয়েছে।


ইতালি, জার্মানি, পোল্যান্ড ও ফ্রান্সে ইতিমধ্যেই অতিরিক্ত বিমান, যন্ত্রপাতি ও ফায়ার সার্ভিসের সহায়তা পাঠিয়েছে বলে জানা গেছে।


বিবার্তা/তৌহিদ/সোহান


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com