শিরোনাম
পাকিস্তানে আত্মঘাতী হামলায় পিটিআই প্রার্থী নিহত
প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১৯:৫৮
পাকিস্তানে আত্মঘাতী হামলায় পিটিআই প্রার্থী নিহত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের আসন্ন নির্বাচনে ইমরান খানের দল পিটিআই'র এক প্রার্থী আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন। তাঁর নাম ইকরামুল্লাহ গান্দাপুর। তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার আগে তিনি খাইবার পাখতুনওয়া প্রাদেশিক সরকারের কৃষিমন্ত্রী ছিলেন।


রবিবার সকালে ডেরা ইসমাইল খাঁ জেলার কুলাচি এলাকায় তাঁর বাড়ির কাছে এ ঘটনা ঘটে। এ সময় তিনি একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন।


ডেরা ইসমাইল খাঁ জেলার একজন কর্মকর্তা জানান, আত্মঘাতী এ হামলায় কমপক্ষে আট থেকে ১০ কেজি বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছে। হামলায় ইকরামুল্লাহ গান্দাপুর এবং তাঁর গাড়িচালক ও দেহরক্ষী গুরুতর আহত হন। তাঁদের সবাইকে ডেরা ইসমাইল খাঁ জেলার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুরের দিকে সেখানে ইকরামুল্লাহর মৃত্যু ঘটে। আহত অপর দু'জনের অবস্থাও সঙ্কটজনক।


তাঁর মৃত্যুতে পিটিআই-প্রধান ইমরান খান এবং সেনাবাহিনী-প্রধান জেনারেল ক্বামার জাভেদ বাজওয়া গভীর শোক প্রকাশ করেছেন। সূত্র : ডন অনলাইন


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com