শিরোনাম
দ. আফ্রিকায় গুলিতে নিহত ১১
প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১৩:৫১
দ. আফ্রিকায় গুলিতে নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ আফ্রিকায় শেষকৃত্য থেকে ফেরার পথে বন্দুকধারীদের গুলিতে ১১ ট্যাক্সি চালকের প্রাণ গেছে।


রবিবার শেষকৃত্য থেকে জোহানেসবার্গে ফেরার সময় বন্দুকধারীরা হামলা চালালে এ ঘটনা ঘটে


পুলিশ জানায়, কেওয়া-জুলু নাতাল শহরে এক সহকর্মী ট্যাক্সি চালকের শেষকৃত্য থেকে জোহানেসবার্গে ফেরার সময় বন্দুকধারীরা হামলা চালালে এ ঘটনা ঘটে।


নিহতরা চালকদের সংগঠন গুটেং ট্যাক্সি এসোসিয়েশনের সদস্য ছিলেন। একটি মিনিবাসে করে ফেরার সময় হঠাৎ অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায় এবং গুলি ছোড়ে।


কেওয়া-জুলু নাতাল পুলিশের মুখপাত্র জ্য নাইকার বলেন, শনিবার রাত ৮টার দিকে একটি গোলাগুলির ঘটনা ঘটেছে। ট্যাক্সি চালকদের বহনকারী গাড়িতে অতর্কিত হামলা হয়েছে। এতে ১১ জন নিহত ও আরো চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


‘আমাদের ধারণা নিহতদের সবাই গুটেং ট্যাক্সি এসোসিয়েশনের সদস্য। ওই এলাকায় এ ধরনের প্রচুর ট্যাক্সি সহিংসতার ঘটনা ঘটে। আমরা অপরাধীদের শনাক্ত করতে এখনো তদন্ত করছি।’


দক্ষিণ আফ্রিকায় গাড়ি চালানোর জন্য প্রতিদ্বন্দী গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতার ঘটনা নিয়মিতই ঘটে। সূত্র : রয়টার্স।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com