শিরোনাম
পদার্থে নোবেল পেলেন ৩ ব্রিটিশ বিজ্ঞানী
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৬, ১৬:৪৭
পদার্থে নোবেল পেলেন ৩ ব্রিটিশ বিজ্ঞানী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ব্রিটেনের তিন বিজ্ঞানী। মঙ্গলবার সুইডেনের স্টকহোম থেকে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে নোবেল কমিটি।


পদার্থে নোবেল প্রাপ্তরা হলেন- ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ডেভিড জে থাউলেস, প্রিন্সটন ইউনিভার্সিটির এফ ডানকান এম হলডেন ও ব্রাউন ইউনিভার্সিটির জে মাইকেল কস্টেরলিজ। পদার্থের বিশেষ একটি অবস্থা সংক্রান্ত গবেষণার জন্য তারা এবছর নোবেল পুরস্কার পাচ্ছেন।


নোবেল কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই তিন বিজ্ঞানী এক অজানা জগতের দুয়ার উন্মোচন করেছেন, যেখানে পদার্থ বিচিত্র দশায় বদলে যেতে পারে। এই গবেষণায় তারা সুপার কন্ডাক্টর, সুপার ফ্লুইড ও পালতা ম‌্যাগনেটিক ফিল্মের আচরণ বুঝতে উচ্চতর গাণিতিক পদ্ধতি ব‌্যবহার করেছেন। তাদের এই পথ দেখানো গবেষণার ফলে ইলেক্ট্রনিক্সে নতুন সম্ভাবনার আশা তৈরি হয়েছে।


বিবার্তা/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com