শিরোনাম
'ভয়ের রাজনীতির' বিরুদ্ধে দাঁড়ান : ওবামা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ১৬:৫০
'ভয়ের রাজনীতির' বিরুদ্ধে দাঁড়ান : ওবামা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ আফ্রিকা তথা বিশ্বের নিপীড়িত মানুষের প্রেরণার উৎস নেলসন ম্যান্ডেলার জন্মশতবার্ষিকী উপলক্ষে জোহানেসবার্গে বুধবার জড়ো হয়েছিলেন ১৪ হাজারেরও বেশি মানুষ। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সবাইকে আহ্বান জানান ‘ভয়, বিরক্তি ও সংকোচনের' রাজনীতি প্রত্যাখ্যান করার।


বার্ষিক নেলসন ম্যান্ডেলা লেকচারে এ বছরের বক্তা ছিলেন বারাক ওবামা। হোয়াইট হাউজ ছাড়ার পর এই প্রথম ওবামা বড় কোনো আয়োজনে ভাষণ দিলেন। ভাষণে তিনি ‘প্রতিক্রিয়াশীল' ও ‘স্বেচ্ছাচারী' রাজনীতির বিরুদ্ধে কথা বললেন। দাবি জানালেন নারীর অধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে।


ওবামা তাঁর ভাষণের শুরুতেই বলেন, ‘‘আমরা এখন অদ্ভুত ও অনিশ্চিত সময়ে বাস করছি...খুবই অদ্ভুত। দুঃখ লাগে, মাদিবা (ম্যান্ডেলার গোত্রনাম) জেল থেকে মুক্তি পাওয়ার ২৫ বছর পরেও আমাকে এখানে দাঁড়িয়ে বলতে হচ্ছে, সব জাতির মানুষ, নারী-পুরুষ সবাই সমান।''


কোনো নির্দিষ্ট রাজনীতিবিদের নাম উল্লেখ না করে ওবামা বলেন, যাঁরা বিচ্ছিন্নতার রাজনীতির চর্চা করছেন, তাঁরা 'ছোট মনের' পরিচয় দিচ্ছেন। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।


তিনি বলেন, কিছু রাজনীতিবিদ ‘‘মিথ্যা বলার সময় ধরা পড়ে সেটা ঢাকার জন্য আরো কিছু কথা বানিয়ে বলতে শুরু করেন।''


গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যারা ক্ষমতায় আছেন, তাঁরা গণতন্ত্রকে টিকিয়ে রেখেছে এমন সব প্রতিষ্ঠানকেই ধ্বংস করে দিচ্ছেন।''


অবশ্য এ নিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি শুধু বাস্তবতার কথা বলছি। আপনারা চারপাশে তাকিয়ে দেখুন।'' সূত্র : এএফপি ও রয়টার্স


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com