শিরোনাম
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন হাইতির প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৫ জুলাই ২০১৮, ১৩:৫০
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন হাইতির প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

হাইতির প্রধানমন্ত্রী জ্যাক গে লাফোট্যান্ট জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে অব্যাহত বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন।


স্থানীয় সময় শনিবার হাইতির পার্লামেন্টে দেয়া শেষ ভাষণে দেশটির প্রধানমন্ত্রী বলেন, আমি দেশের প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। তিনি সেটি গ্রহণ করেছেন।


জ্বালানির ওপর থেকে ভর্তুকি তুলে নেয়ায় গ্যাস, ডিজেল ও কেরোসিনের দাম বেড়ে গেছে হাইতিতে। গ্যাসের দাম ৩৮ শতাংশ, ডিজেল ৪৭ শতাংশ এবং কেরোসিনের দাম ৫১ শতাংশ বেড়ে যায়।


এর প্রতিবাদে রাস্তায় নামে জনতা। রাজধানী পোর্ট-অ-প্রিন্স ও অন্যান্য শহরে রাস্তা-ঘাট বন্ধ করে দেয় তারা। রাস্তায় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করতে থাকে। তিন দিনের বিক্ষোভে অন্তত সাতজনের মৃত্যু হয়। এ ছাড়া কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠানে লুট ও ধ্বংস করা হয়।


প্রসঙ্গত লাফোন্ট্যান্ট ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করেন। সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর ভর্তুকি বন্ধের প্রস্তাব থেকে সরে আসার কথা বলেন তিনি। কিন্তু বিক্ষোভকারীরা তারপরও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। সূত্র : আল জাজিরা।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com