শিরোনাম
পাকিস্তানে নির্বাচনী প্রচারণায় ফের হামলা, হতাহত ৭৫
প্রকাশ : ১৩ জুলাই ২০১৮, ১৯:২৯
পাকিস্তানে নির্বাচনী প্রচারণায় ফের হামলা, হতাহত ৭৫
আত্মঘাতী হামলায় নিহত বেলুচিস্তান আওয়ামী পার্টির প্রার্থী মীর সিরাজ রাইসানি (ছবি: ডন অনলাইন)
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানে নির্বাচনী প্রচারণার মিছিলে ফের আত্মঘাতী হামলায় আওয়ামী পার্টির প্রার্থীসহ ২৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক।


পাক স্বরাষ্ট্রসচিব হায়দা আলি শিখো’র বরাত দিয়ে ডন অনলাইন এক খবরে জানায়, শুক্রবার বিকেলে দেশটির বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় এ ঘটনা ঘটে।


আগামী ২৫ জুলাই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন হামলার ঘটনা ঘটছে। গত দুই দিন আগেও নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছিল।


ওই প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আগা উমর বুনগালজাই বলেন, ইতিমধ্যে এ হামলায় ২৫ জন নিহত হয়েছেন, এ সংখ্যা আরও আরো বাড়তে পারে।


আত্মঘাতী এ হামলায় বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) প্রার্থী মীর সিরাজ রাইসানি নিহত হয়েছেন। তিনি ওই আসনের প্রার্থী ছিলেন। বিস্ফোরণের ঘটনায় আহত সিরাজকে কুয়েটা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। নিহত সিরাজ ওই প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মীর আসলাম রাইসানির ছোট ভাই। সূত্র : এএফপি ও ডন


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com