শিরোনাম
মালদ্বীপকে শিক্ষা ও উপদেশ দেবে ভারত
প্রকাশ : ১০ জুলাই ২০১৮, ১৮:৪৬
মালদ্বীপকে শিক্ষা ও উপদেশ দেবে ভারত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রতিবশী মালদ্বীপে চীনের ক্রমবর্ধমান ও বেপরোয়া উপস্থিতিতে উদ্বিগ্ন ভারত পুরো বিষয়টি মোকাবেলায় একটি ত্রিমুখী ব্যবস্থা নিতে যাচ্ছে। এর একটি হচ্ছে চীনের প্রবল উপস্থিতির বিপদ সম্বন্ধে মালদ্বীপকে ''শিক্ষা ও উপদেশ'' দেয়া।


ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকার উদ্ধৃতি দিয়ে মালদ্বীপ ইনডিপেন্ডেন্ট এ খবর দিয়েছে। খবরে বলা হয়, সম্প্রতি রাষ্ট্রদূত সম্মেলনের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ বিষয়ে একটি প্রেজেনটেশন দেন।


উপস্থিত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, মালদ্বীপে চীনের কর্মকাণ্ডের প্রতি সতর্ক নজর রাখবে ভারত। পাশাপাশি নিজের প্রকল্প ও অঙ্গীকারগুলো চালিয়ে নেবে এবং চীনের সাথে এতো বেশি মাখামাখির পরিণাম সম্বন্ধে প্রতিবেশীকে (মালদ্বীপ) শিক্ষা ও উপদেশ দেবে।


প্রেজেন্টেশনে দেখানো হয়, কিভাবে মালদ্বীপের বর্তমান শাসকগোষ্ঠী দেশটি থেকে ভারতের পদচিহ্ন মুছে ফেলতে চাইছে এবং পাশাপাশি চীনকে বিমানবন্দর, সেতু, দ্বীপ ও বন্দরসহ সব ক্ষেত্রে বিনিয়োগের অসাধারণ সুযোগ দিয়ে চলেছে।


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com