শিরোনাম
জাপানে বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মৃত ১৪৮
প্রকাশ : ১০ জুলাই ২০১৮, ১৪:৪২
জাপানে বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মৃত ১৪৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাপানের পশ্চিমাঞ্চলে রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। কয়েকদিন ধরে ভারী মৌসুমী বর্ষণে দেশটির বিভিন্ন এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে।


দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দেশটিতে এখনো অন্তত ৫৯ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের বেশির ভাগই হিরোশিমা এলাকার।


বৃষ্টিতে প্লাবন দেখা দেয়ায় বিভিন্ন স্থানে আটকে পড়া লোকজন উদ্ধারে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছে। তারা এখন কাদা ও ধ্বংসস্তুপ সরিয়ে জীবিতদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তৎপরতা চালাচ্ছে।



জাপানে গত তিন দশকের বেশি সময়ের মধ্যে বৃষ্টিপাতে এতো বেশি লোকের প্রাণহানির ঘটনা আর ঘটেনি।


উদ্ভুত পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এ সপ্তাহের শেষের দিকে তার বিদেশ সফর বাতিল করেছেন। চলতি সপ্তাহে তিনি দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।


আবহাওয়ার অবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে। বন্যাদুর্গত এলাকায় বাড়ির ছাদে ঠাই নেয়া কয়েকশ’ মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে জাপানের দক্ষিণাঞ্চলসহ সবচেয়ে বন্যাকবলিত কিছু এলাকাতে এখনো বন্যা সতর্কতা বলবৎ রাখা হয়েছে।



টানা বৃষ্টিপাতে নদী প্লাবিত হয়ে বন্যা দেখা দেয়ার পর দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।


সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা দুর্গত মানুষদের উদ্ধার তৎপরতায় পুলিশ, দমকল বাহিনী ও সৈন্যসহ প্রায় ৭০ হাজার লোক নিয়োজিত রয়েছে।



প্রবল বৃষ্টিতে নেমে আসা পানির ঢলে বাড়ি-গাড়িসহ সবকিছু ভেসে গেছে। আবাসিক এলাকাগুলো ময়লা ও পুরু কাদার নিচে চাপা পড়েছে। হাজার হাজার বাড়ি বন্যার পানিতে ডুবে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন রয়েছে। সূত্র: বিবিসি ও এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com