শিরোনাম
যৌন নিপীড়িতদের ৩০০ কোটি ডলার দেবে অস্ট্রেলিয়া
প্রকাশ : ০১ জুলাই ২০১৮, ১৬:১৪
যৌন নিপীড়িতদের ৩০০ কোটি ডলার দেবে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্কুলে যৌন নিপীড়নের শিকার শিশুদের ৩০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে শুরু করেছে অস্ট্রেলিয়া সরকার।


রবিবার বিবিসির খবরে বলা হয়, ন্যাশনাল রেডরেস স্কিমের আওতায় প্রায় ৬০ হাজার অস্ট্রেলীয়কে এই ক্ষতিপূরণ দেয়া হবে।


অস্ট্রেলিয়া সরকার মনে করছে, এই ক্ষতিপূরণের মাধ্যমে নিপীড়নের শিকার ব্যক্তিদের বেদনা কিছুটা হলেও লাঘব করা সম্ভব হবে।গড়ে একজন ভুক্তভোগী ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ পাবেন। আর সর্বোচ্চ ক্ষতিপূরণ পাওয়া যাবে ১ লাখ ১১ হাজার ডলার।


যৌন হয়রানির বিষয় তদন্তে গঠিত রয়্যাল কমিশন অস্ট্রেলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক দশক ধরে সংঘটিত যৌন নিপীড়নের শিকার শিশুদের এ ক্ষতিপূরণ প্রদানের প্রস্তাব জানিয়ে আসছিল।


গির্জা, স্কুল, দাতব্য প্রতিষ্ঠান, খেলার ক্লাব ও সেনাবাহিনীতে চালানো যৌন নির্যাতনের অভিযোগগুলো তদন্তে মোট পাঁচ বছর সময় নিয়েছিল কমিশন। অস্ট্রেলিয়া সরকার কমিশনের অধিকাংশ সুপারিশই মেনে নিয়েছে।


তবে যৌন নিপীড়নের শিকার ভুক্তভোগীরা ক্ষতিপূরণ হিসেবে অর্থগ্রহণ করলে এ বিষয়ে আর মামলা পরিচালনা করতে পারবেন না বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।


অস্ট্রেলিয়ার সামাজিক সেবা বিষয়ক মন্ত্রী ড্যান তেহান এক বিবৃতিতে বলেছেন, যে প্রতিষ্ঠানগুলোকে প্রায় ৬০ হাজার লোককে রক্ষা করার কথা ছিল অথচ তাদের হাতেই নিপীড়নের শিকার হতে হয়েছে সেই লোকদের সমর্থনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। সূত্র : বিবিসি


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com