শিরোনাম
‘অস্ত্র তৈরিতে সবার ওপরে রাশিয়া’
প্রকাশ : ২৯ জুন ২০১৮, ২১:৪৮
‘অস্ত্র তৈরিতে সবার ওপরে রাশিয়া’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অস্ত্র তৈরিতে বিশ্বের যে কোনো দেশের চেয়ে রাশিয়া এগিয়ে আছে। বিশ্বের যে কোনো দেশ রাশিয়ার চেয়ে কয়েক দশক পিছিয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।


বৃহস্পতিবার ক্রেমলিনে দেশটির সেনাবাহিনীর গ্র্যাজুয়েটদের উদ্দেশে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, সেনাবাহিনীর আকস্মিক অগ্রগতি দেশটির সামরিক বাহিনীর সক্ষমতা প্রমাণ করেছে। নতুন অস্ত্র তৈরিতে বিরাট সাফল্য অর্জন করেছে।


বক্তব্যে পুতিন গর্বের সঙ্গে বলেন, রাশিয়ার এভানগার্ড হাইপারসনিক ভেহিকেল এবং সার্মাট ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল খুব দ্রুতই সামরিক বাহিনীতে যুক্ত করা হবে।


বিশ্বের সবচেয়ে শক্তিশালী কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’র কথা উল্লেখ করে পুতিন বলেন, সর্বাধুনিক এই অস্ত্র ইতিমধ্যে দেশের দক্ষিণাঞ্চলের সামরিক বিভাগের যুক্ত করা হয়েছে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com