শিরোনাম
অভিবাসী সংকট : সমঝোতায় ইইউ নেতারা
প্রকাশ : ২৯ জুন ২০১৮, ১৭:১৪
অভিবাসী সংকট : সমঝোতায় ইইউ নেতারা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ১০ ঘণ্টার বৈঠক শেষে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে সমঝোতায় পৌঁছালেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।


ব্রাসেলসে শুক্রবার স্থানীয় সময় ভোরের আগে ইইউ শীর্ষ নেতারা অভিবাসীদের চাপ সামাল দিতে একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছেন।


সে অনুসারে ইতালি ও গ্রিসের ওপর চেপে বসা হাজার হাজার অভিবাসীর বোঝা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে রাজি হয়েছে অন্য দেশগুলো।


ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ্পে কন্তে জোটভুক্ত অন্য দেশগুলোর সাহায্য না পেলে শরণার্থীদের নিয়ে যে কোনো প্রস্তাবে ভেটো দেবেন বলে আগেই হুশিয়ারি দিয়েছিলেন।


সমঝোতা হওয়ার পর এখন থেকে স্বেচ্ছায় ইইউভুক্ত দেশগুলো নতুন অভিবাসী কেন্দ্র ঠিক করতে পারবে বলে জানিয়েছেন ইইউ নেতারা।


যাচাই-বাছাই শেষে সেসব কেন্দ্র থেকেই সত্যিকারের শরণার্থীদের গ্রহণ করা হবে। ফেরত পাঠানো হবে বাকি অনিয়মিত অভিবাসীদের।


জোটভুক্ত দেশগুলোর মধ্যে শরণার্থীদের অবাধে চলাচলের সুযোগে কড়াকড়ি আরোপের ব্যাপারেও নতুন এ যৌথ ঘোষণায় বলা হয়েছে।


এতে সমুদ্র ও স্থলপথে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের চাপ কমাতে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়ার পাশাপাশি তুরস্ক ও উত্তর আফ্রিকার দেশগুলোতে অর্থনৈতিক সাহায্য বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com