শিরোনাম
বোরকা ও নিকাব নিষিদ্ধ নেদারল্যান্ডসে
প্রকাশ : ২৭ জুন ২০১৮, ১৫:১৪
বোরকা ও নিকাব নিষিদ্ধ নেদারল্যান্ডসে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মুসলিম নারীদের জন্য বোরকা ও নিকাব নিষিদ্ধ ঘোষণা করেছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস। তবে হিজাব ওই নিষেধাজ্ঞার আওতায় আসবে না। গণপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সরকারি ভবনে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।


নেদারল্যান্ডস পার্লামেন্টের উচ্চকক্ষ মঙ্গলবার ভোটাভুটির মাধ্যমে বোরকা নিষিদ্ধ বিলে চূড়ান্ত অনুমোদন দেয়। তবে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কীভাবে পোশাক পরতে হবে, সে ব্যাপারে পূর্ণ স্বাধীনতা আছে জনগণের। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোসহ সরকারি ভবনে মুখ ঢাকা যাবে না।


তবে রাস্তায় হেঁটে চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কিন্তু পুলিশ চাইলে যে কোনো নারীকে বোরকা খুলতে বলতে পারবে।


এদিকে নেদারল্যান্ডসের কট্টর ডানপন্থী দল ফ্রিডম পার্টির রাজনীতিবিদ গিয়ার্ট ওয়াইল্ডার্স একে ‘বড় বিজয়’ বলে আখ্যা দিয়েছেন। সিনেটর মার্জোলেইন ফাবের-ভ্যান ডে ক্লাশর্টস বোরকা নিষিদ্ধের ঘটনাকে ‘নেদারল্যান্ডসকে ইসলাম মুক্তকরণের প্রথম পদক্ষেপ ও ঐতিহাসিক দিন’ বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এটা হচ্ছে প্রথম পদক্ষেপ এবং পরবর্তী পদক্ষেপ হচ্ছে নেদারল্যান্ডসের সব মসজিদ বন্ধ করে দেয়া।


নেদারল্যান্ডসের আইনকে ‘ধর্মীয়ভাবে নিরপেক্ষ’ উল্লেখ করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটি কখনো ফ্রান্স বা বেলজিয়ামের মতো বোরকা সম্পূর্ণ নিষিদ্ধ করবে না।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com