শিরোনাম
আইএসের ৪৫ সদস্য নিহত
প্রকাশ : ২৩ জুন ২০১৮, ২৩:২৬
আইএসের ৪৫ সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠি ইসলামিক স্টেটের (আইএস) নেতাদের এক বৈঠকে বোমা হামলা চালিয়েছে ইরাক। এতে আইএস-এর ৪৫ সদস্য নিহত হয়েছে।


শনিবার ইরাকি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।


সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার হাজিন শহরে আইএসের নেতারা বৈঠক করছিল। এ-১৬ যুদ্ধবিমানগুলো তিনটি বাড়ি ধ্বংস করেছে।


নিহতদের মধ্যে আইএসের যুদ্ধমন্ত্রী, গণমাধ্যম বিষয়ক আমির, আইএস নেতা বাগদাদির বার্তাবাহক ও পুলিশ প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা রয়েছে।


ইরাকি সেনাবাহিনীর যৌথ অপারেশন্স কমান্ড বলেছে, ‘ইরাকি এফ-১৬ যুদ্ধবিমানগুলো সিরিয়া অঞ্চলের হাজিনে সফলভাবে দায়েশের নেতাদের ওপর হামলা চালিয়েছে। অভিযানে প্রায় ৪৫ জঙ্গিসহ সম্পূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে।


ইরাকের বিস্তৃর্ণ অঞ্চল আইএসের দখলে ছিল। গত বছর মূল ঘাঁটিসহ আইএসকে উৎখাত করতে সক্ষম হয় ইরাকি বাহিনী। তবে এখনো সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আইএসের ঘাঁটি থাকায় একে নিজেদের দেশের জন্য হুমকি বলে মনে করছে ইরাক।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com