শিরোনাম
জিম্বাবুয়ের প্রেসিডেন্টের ওপর বোমা হামলা
প্রকাশ : ২৩ জুন ২০১৮, ২১:২৯
জিম্বাবুয়ের প্রেসিডেন্টের ওপর বোমা হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বোমা হামলার শিকার হয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মংনাগাওয়া। তবে এ হামলায় তার কোনো ক্ষতি হয়নি।


দেশটির বুলাওয়ে শহরে এ বোমা হামলার ঘটনা ঘটে। বুলাওয়ের হোয়াইট সিটি স্টেডিয়ামে নির্বাচনের প্রচারণাকালে সমর্থকদের ভীড়ের মধ্যেই প্রেসিডেন্টের ওপর এ হামলা চালায় দুর্বৃত্তরা।


রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে, এ ঘটনায় প্রেসিডেন্ট মংনাগাওয়া ঠিকঠাক আছেন। তবে ভাইস-প্রেসিডেন্ট ক্যামবো মোহাদি পায়ে আঘাত পেয়েছেন।


ভাইস প্রেসিডেন্ট মোহাদির আঘাত কতটা গুরুতর তা এখনো জানা যায়নি। এ হামলায় জিম্বাবুয়ের প্রথম ভাইস প্রেসিডেন্ট কনস্টানটিনো চিওয়েঙ্গা ও তার স্ত্রীও আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। তবে তাদের আঘাত গুরুতর নয়।


প্রেসিডেন্টের মুখপাত্র জর্জ চারাম্বা এক বিবৃতিতে মংনাগাওয়া নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত পাঁচ বছরে প্রেসিডেন্টকে মারার জন্য কয়েকবার হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।


৩০ জুলাইয়ে দেশজুড়ে অনুষ্ঠেয় নির্বাচনে নিজের দল জানু-পিএফ এর পক্ষে প্রচারণা চালাতে জিম্বাবুয়ের দ্বিতীয় শহর বুলাওয়েতে গিয়েছিলেন মংনাগাওয়া।


৩৭ বছর ধরে ক্ষমতায় থাকা রবার্ট মুগাবেকে হারিয়ে গত নভেম্বরে এমারসন ক্ষমতায় আসার পর এটাই জিম্বাবুয়ের প্রথম নির্বাচন বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com