শিরোনাম
ট্রাম্পের অভিশংসন চায় ৪২ শতাংশ মার্কিন নাগরিক
প্রকাশ : ২৩ জুন ২০১৮, ১২:৫৩
ট্রাম্পের অভিশংসন চায় ৪২ শতাংশ মার্কিন নাগরিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ৪২ শতাংশ মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন চান। মার্কিন টিভি চ্যানেল সিএনএন পরিচালিত এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।


জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রতি ১০ জনের মধ্যে গড়ে চারজনেরও বেশি নাগরিক ট্রাম্পকে আর প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না।


ট্রাম্পের যেন আরেক রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মতোই। ১৯৭৪ সালের মার্চে করা এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৪৩ শতাংশ মানুষ প্রেসিডেন্ট নিক্সনের অভিশংসন চেয়েছেন এবং তাকে আর প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাননি। নিক্সন অবশেষে ‘ওয়াটার গেট কেলেঙ্কারির কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।


এছাড়া বিরোধী দল ডেমোক্রেট পার্টির ৭৭ শতাংশ সমর্থকই ট্রাম্পকে যত দ্রুত সম্ভব হোয়াইট হাউস থেকে বহিষ্কার করার পক্ষে। তারা মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ট্রাম্পের নেই।


সংবিধান অনুযায়ী দেশদ্রোহ, ঘুষ, অন্য বড় ধরনের অপরাধ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রেসিডেন্টকে অভিশংসন করা যায়। এজন্য একজন প্রেসিডেন্ট ক্ষমা প্রার্থনা করতে পারেন না।


জুনের ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত এক হাজার ১২ মার্কিন নাগরিকের ওপর এই জরিপ চালায় সিএনএন। সূত্র: সিএিএন


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com