শিরোনাম
ব্যারিকেড সরাও ! আইএসআইকে আদালত
প্রকাশ : ২২ জুন ২০১৮, ১৯:০৪
ব্যারিকেড সরাও ! আইএসআইকে আদালত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই-র সদর দফতরের সামনের রাস্তায় স্থাপিত ব্যারিকেড সরিয়ে রাস্তাটিকে লোক চলাচলের জন্য খুলে দিতে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট। এ নির্দেশ এক সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে।


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আদালতকে জানান, নিরাপত্তাজনিত কারণে ৪০ কানি আয়তনের একটি সবুজ বেষ্টনী এবং আলোচ্য রাস্তাটিকে আইএসআই সদর দফতরের এলাকাভুক্ত করে নেয়া হয়েছে।


বিচারপতি শওকত আজিজ সিদ্দিকী তার লিখিত আদেশে বলেন, আইএসআই-র প্রয়োজন হলে তারা নিজেদের সীমানার মধ্যেই নিরাপত্তার ব্যবস্থা নিক, জনগণের চলাচলের রাস্তায় নয়।


আদেশে আরো বলা হয়, সেনাপ্রতিষ্ঠানের স্বার্থ ও মর্যাদা রক্ষার্থেই অনধিকার দখলটি অনতিবিলম্বে অপসারণ করা উচিত এবং এতে এক সপ্তাহের বেশি বিলম্ব যেন না-হয় অর্থাৎ ২৯-০৬-২০১৮ তারিখের মধ্যেই।


আদালত আরো বলেছে, আদেশটি যদি সিডিএ-র কর্মীদের এসে বাস্তবায়ন করতে হয়, সেটা হবে সেনাপ্রতিষ্ঠানের সুনামহানিকর।


আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রাস্তাটি বন্ধ করে দেয়ার ব্যাপারে সিডিএ-র কোনো অনুমতি নেয়া হয়নি। কাজেই এভাবে রাস্তা বন্ধ করাটা নগরপরিকল্পনারও পরিপন্থী। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন


বিবার্তা/হুমায়ুন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com