শিরোনাম
সৌদি জোটের বিরুদ্ধে অবস্থান নিল কাতার
প্রকাশ : ২২ জুন ২০১৮, ১৭:০৫
সৌদি জোটের বিরুদ্ধে অবস্থান নিল কাতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইয়েমেনে চলমান আগ্রাসনের বিষয়ে সৌদির একসময়কার ঘনিষ্ঠ মিত্র কাতারের অবস্থান স্পষ্ট করে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেইখ আবদুর রহমান আলে সানি বলেছেন, ইয়েমেনে সৌদি জোট যেসব পদক্ষেপ নিচ্ছে আমরা সেসবের বিরোধী।


সৌদি নীতি মেনে না চলায় গত বছর থেকে কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আবর ও তার তিন মিত্র দেশ।


বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে দেয়া বক্তৃতায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়েমেন সংকট সমাধানের একমাত্র পথ হচ্ছে সংলাপ। ইয়েমেনি জনগণের শান্তি ও নিরাপত্তা চায় কাতার।


২০১৫ সালের মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ আরো কয়েকটি মিত্র দেশের সহযোগিতায় ইয়েমেনে সর্বাত্মক হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।


এর ফলে এ পর্যন্ত ১৪ হাজার ইয়েমেনি নিহত এবং লাখ লাখ মানুষ আহত ও বাস্তুহারা হয়েছে।


সৌদি আগ্রাসনের কারণে দেশটিতে খাদ্য ও ওষুধসংকট দেখা দিয়েছে। ছড়িয়ে পড়েছে নানা সংক্রামক রোগ। সৌদি জোটের সর্বাত্মক আগ্রাসন সত্ত্বেও দেশটির জনগণ প্রতিরোধ অব্যাহত রেখেছে।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com