শিরোনাম
কন্যা সন্তানের মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
প্রকাশ : ২১ জুন ২০১৮, ২১:৩৬
কন্যা সন্তানের মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কন্যা সন্তানের মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। অকল্যান্ডের একটি হাসপাতালে জন্ম নেয় তার প্রথম সন্তান। কন্যা সন্তানের জননী হবার পর এক টুইট বার্তায় নবাগত সন্তানের ছবি দিয়ে নিজেদের খুশির কথা জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।


ছয় সপ্তাহের মাতৃত্ব-কালীন ছুটি নিয়েছিলেন ৩৭ বছর বয়সী জাসিন্ডা আরডার্ন। বিশ্বে নারী সরকার প্রধানদের মধ্যে তিনিই দ্বিতীয়, যিনি নেতৃত্বে থাকা অবস্থায় মা হলেন।


উল্লেখ্য, এর আগে ১৯৯০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় কন্যা সন্তানের মা হয়েছিলেন বেনজির ভুট্টো।


নিউজিল্যান্ডে ১৮৫৬ সালের পর কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন জাসিন্ডা আরডার্ন। গত অক্টোবরে তিনি বামপন্থী জোটের সরকার গঠন করেন।


এর আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ইনস্টাগ্রামে তার অন্তঃসত্ত্বার কথা বলেছিলেন।


১৮৫৬ সালের পর থেকে এ পর্যন্ত নিউজিল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন জাসিন্ডা আরডার্ন। গত অক্টোবরে তিনি কেন্দ্রীয় বাম (সেন্টার লেফট) জোটের দায়িত্ব পান।


গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আরডার্নের লেবার পার্টি দ্বিতীয় অবস্থানে ছিল। ওই নির্বাচনে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। নিউজিল্যান্ড ফার্স্ট পার্টির নেতা উইনস্টন পিটারের সমর্থন নিয়ে সরকার গঠন করেন জাসিন্ডা আরডার্ন।


প্রধানমন্ত্রী হবার মাত্র ছয় দিন আগে আরডার্ন জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। এটি তার জন্য দারুণ খবর ছিল। আর সব মায়ের মতো তিনিও এ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। সূত্র : দ্য গার্ডিয়ান


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com