শিরোনাম
পারভেজ মুশাররফ বললেন, আমি কাপুরুষ নই
প্রকাশ : ২১ জুন ২০১৮, ১৬:৩৫
পারভেজ মুশাররফ বললেন, আমি কাপুরুষ নই
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অল পাকিস্তান মুসলিম লীগের (এপিএমএল) চেয়ারম্যান, জেনারেল (অব) পারভেজ মুশাররফ তার দেশে ফিরতে না-পারার ব্যাখ্যা দিয়ে বলেছেন যে তিনি ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন, কিন্তু সুপ্রীম কোর্টের আদেশের কারণে মন বদলাতে বাধ্য হন।


ভিডিও লিঙ্কের সাহায্যে সাংবাদিকদের সাথে আলাপকালে পাকিস্তানের সাবেক এ সামরিক শাসক বলেন, আদালত তার আদেশে বলেছে যে আমি আগস্ট মাসে আদালতে হাজিরা দেয়ার আগ পর্যন্ত যেন আমাকে গ্রেফতার না-করা হয়। এ আদেশের ফলে আমি দেশে ফিরবো কি ফিরবো না, তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হই।


তিনি বলেন, আদালতে হাজিরা দেয়ার পরপরই যদি আমি গ্রেফতার হয়ে যাই, তাহলে দেশে ফিরে আমার কী লাভ?


পারভেজ মুশাররফ বলেন, সারা দুনিয়া জানে যে আমি কাপুরুষ নই। কিন্তু এখন আমাকে দেশে ফেরার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করতে হবে।


তার সম্পদ নিয়ে জাতীয় জবাবদিহিতা ব্যুরো'র (এনএবি) অনুসন্ধান বিষয়ক এক প্রশ্নের জবাবে সাবেক এ সামরিক শাসক বলেন, আমি তিন বেডরুমের একটি বাড়িতে বাস করতাম। এনএবি অবশ্যই অনুসন্ধান করুক। আমি সব রকম সহযোগিতা করবো।


সাংবাদিকদের সাথে ভিডিও লিঙ্ক ইন্টারঅ্যাকশনের আগে আসন্ন নির্বাচনে তার দল এপিএমএল-এর প্রার্থীদের সাথেও কথা বলেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন জেনারেল মুশাররফ।


এদিকে এপিএমএল-এর প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ আমজাদ বলেছেন, মি. মুশাররফ দেশে ফিরতে ইচ্ছুক ছিলেন। কিন্তু সুপ্রীম কোর্ট তাকে এত কম সময় দেয় যে এ সময়ের মধ্যে তার ফেরার প্রস্তুতি, আবাসন ও নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব ছিল না।


তিনি অভিযোগ করেন যে তত্ত্বাবধায়ক সরকারও মি. মুশাররফের পাসপোর্ট বাতিল করে তার দেশে ফেরার পথ রুদ্ধ করে রেখেছে। সূত্র : ডন অনলাইন


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com