শিরোনাম
কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি ইভান ডুকো
প্রকাশ : ১৮ জুন ২০১৮, ১৫:৫৮
কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি ইভান ডুকো
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কলম্বিয়ার রক্ষণশীল নেতা ইভান ডুকো ৫৪ শতাংশ ভোট পেয়ে দেশটির প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ডুকোর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বামপন্থী নেতা গুস্তাভো পেত্রো।


কলম্বিয়ায় ইভান ডুকো খুব একটা পরিচিত রাজনীতিবিদ নন। এর আগে ২০১৪ সালে তিনি সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন।


জানা গেছে, একসময় যুক্তরাষ্ট্রের ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংকে কাজ করতেন ইভান ডুকো। তিনি কর হার হ্রাস ও বিনিয়োগ বাড়ানোর জন্য চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন। ট্যাক্স কমিয়ে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেয়ায় ডুকোকে অর্থনীতি ও বাণিজ্যবান্ধব নেতা হিসেবে মনে করেন অনেকে।


অবশ্য, ডুকোরের সমালোচকরা বলছেন, তিনি সাবেক প্রেসিডেন্ট উরিবের হাতের পুতুল। কার্যত উরিবে-ই ডুকোর পক্ষে সব সিদ্ধান্ত নেবেন। সূত্র : আলজাজিরা


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com