শিরোনাম
ট্রাম্পের ‘ক্ষমা’ প্রত্যাখান আলী পরিবারের
প্রকাশ : ০৯ জুন ২০১৮, ১৫:১২
ট্রাম্পের ‘ক্ষমা’ প্রত্যাখান আলী পরিবারের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্ববরেণ্য মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীকে মরণোত্তর ক্ষমা প্রদর্শনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা প্রত্যাখান করেছে মরহুম মুষ্টিযোদ্ধার পরিবার।


শুক্রবার জি-৭ সম্মেলনে যোগ দিতে কানাডা যাওয়ার প্রাক্কালে ট্রাম্প সাংবাদিকদের বলেন যে তিনি মোহাম্মদ আলীসহ ৩ হাজার লোককে ক্ষমা ঘোষণার কথা ভাবছেন।


ট্রাম্পের এ বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহাম্মদ আলীর পরিবারের পক্ষ থেকে বলা হয়, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের মনোভাবের প্রশংসা করছি, তবে কোনো রকম ক্ষমার প্রয়োজন আছে বলে মনে করছি না। কারণ, যে মামলায় মোহাম্মদ আলীকে প্রথমে সাজা দেয়া হয়, ১৯৭১ সালে সুপ্রীম কোর্ট তা নাকচ করে তাঁকে নির্দোষ বলে রায় দেন। কাজেই যিনি নির্দোষ, তার কোনো ক্ষমার প্রয়োজন নেই।


মোহাম্মদ আলী এস্টেট ও তাঁর স্ত্রী লনি'র পক্ষ থেকে তাঁদের আইনজীবী রন টুইল এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি বলেন, নির্দোষ সাব্যস্ত হওয়ার এত বছর পর কেন তাঁকে ‘ক্ষমা’ করার কথা বলা হচ্ছে, আমরা বুঝতে পারছি না।


রন টুইলের বিবৃতি প্রসঙ্গে হোয়াইট হাউসের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়াও সম্ভব হয়নি।


উল্লেখ্য, ১৯৬৭ সালে মার্কিন বাহিনীর হয়ে ভিয়েতনাম যুদ্ধে যোগ দিতে অস্বীকার করায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা হয়। মামলার রায়ে তাঁর পাঁচ বছর কারাদণ্ড হয়। আপিল চলতে থাকায় তাঁকে কারাগারে যেতে হয়নি। আপিলের রায়ে সুপ্রিম কোর্ট তাঁকে বেকসুর খালাস দেন।


মুষ্টিযুদ্ধের কিংবদন্তী মোহাম্মদ আলী দুরারোগ্য পারকিনসন্স রোগে ২০১৬ সালে ইন্তেকাল করেন। সূত্র : রয়টার্স


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com