শিরোনাম
‘ক্ষেপণাস্ত্র তৈরি ও এর পাল্লা বাড়াবে ইরান’
প্রকাশ : ০৮ জুন ২০১৮, ২১:২২
‘ক্ষেপণাস্ত্র তৈরি ও এর পাল্লা বাড়াবে ইরান’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরান যত ইচ্ছা তত ক্ষেপণাস্ত্র তৈরি করবে এবং একইভাবে ক্ষেপণাস্ত্রের পাল্লাও বাড়ানো হবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি। শুক্রবার তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।


আয়াতুল্লাহ আহমাদ খাতামি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল হচ্ছে আল্লাহ ও ইসলামের শত্রু। শত্রুরা ফিলিস্তিন সংকটকে মুসলমানদের মন থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে বলে তিনি জানান।


এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পাশাপাশি সৌদি আরবের নানা তৎপরতারও সমালোচনা করেন।


তিনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সৌদি আরবও যোগ দিয়েছে।


আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশ ইসরাইলকে স্বীকৃতি দেয়ার প্রতিযোগিতা শুরু করেছে। কিন্তু জানা উচিত এই প্রতিযোগিতা তাদের পতনের সূচনা হিসেবে কাজ করবে।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com