শিরোনাম
আরো সাতটি মসজিদ বন্ধ করে দেবে অস্ট্রিয়া
প্রকাশ : ০৮ জুন ২০১৮, ২০:২১
আরো সাতটি মসজিদ বন্ধ করে দেবে অস্ট্রিয়া
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্ট্রিয়া ‘বিদেশি বেতনভোগী’ কয়েকজন ইমামকে বহিষ্কারসহ আরো সাতটি মসজিদ বন্ধ করে দেবে। ‘রাজনৈতিক ইসলামের’ বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হচ্ছে।


অস্ট্রিয়ার চ্যান্সেলর (সরকারপ্রধান) সেবাস্টিয়ান কার্জ শুক্রবার এ কথা জানান।


অস্ট্রিয়ার ধর্ম বিষয়ক কর্তৃপক্ষের তদন্তে দেখা গেছে, তুরস্কের অনুদানপ্রাপ্ত এসব মসজিদে বালকদের দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গ্যালিপলি যুদ্ধের মহড়া দেয়ানো হচ্ছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, একদল অল্পবয়সী ছেলে ছদ্মবেশী ইউনিফর্ম পরে কুচকাওয়াজ করছে, তুরস্কের পতাকা দুলিয়ে অভিবাদন জানাচ্ছে এবং শেষে মারা যাওয়ার অভিনয় করছে। পরে ‘লাশগুলোকে’ সারিবদ্ধভাবে রেখে তুরস্কের পতাকা দিয়ে ঢেকে দেয়া হয়।


কার্জ বলেন, আমাদের দেশে সমান্তরাল সমাজ, রাজনৈতিক ইসলাম ও চরমপন্থার কোনো জায়গা হবে না।


বিতর্কের মুখে পড়া এসব মসজিদ পরিচালনা করে টার্কিশ-ইসলামিক কালচারাল অ্যাসোসিয়েশন (এটিআইবি), যা তুরস্কের ধর্ম বিষয়ক এজেন্সির একটি শাখা। জার্মানির কোলন শহরে এর সদর দফতর অবস্থিত।


ছবিগুলো প্রকাশিত হওয়ার পর এটিআইবি-ও এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা করে বলেছে, এসব অত্যন্ত দুঃখজনক। সূত্র : আরব নিউজ


বিবার্তা/হুমায়ুন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com