শিরোনাম
কিমের নিরাপত্তায় জঙ্গি বিমান পাঠাচ্ছে চীন
প্রকাশ : ০৮ জুন ২০১৮, ১৮:২৫
কিমের নিরাপত্তায় জঙ্গি বিমান পাঠাচ্ছে চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন শীর্ষ সম্মেলনের লক্ষ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সিঙ্গাপুর যাওয়ার পথে নিরাপত্তা দেবে চীনের গণমুক্তি ফৌজের বিমানবাহিনী।


দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর এক কর্মকর্তা জানান, সিঙ্গাপুরে যাওয়ার পথে কিমকে নিরাপত্তা দেয়ার লক্ষ্যে জঙ্গি বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে গণমুক্তি ফৌজের বিমানবাহিনী।


ওই কর্মকর্তা চীনা দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেছেন, বৈঠকে যাওয়ার পথে কিমকে নিরাপত্তা দেবে চীনা বিমান। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে এ কথাও স্মরণ করিয়ে দেয়া হবে যে পিয়ংইয়ংয়ের পাশে রয়েছে বেইজিং।


হংকংভিত্তিক দৈনিকটির খবরে আরো বলা হয়েছে, শীর্ষ সম্মেলনের আগে পিয়ংইয়ংয়ের ওপর প্রভাব আরো বিস্তার করতে চাইছে চীন।


হোয়াইট হাউস জানিয়েছে, সিঙ্গাপুরের দক্ষিণাঞ্চলীয় সেন্টোসা দ্বীপে বৈঠকটি হবে। বৈঠকের স্থান হিসেবে সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপের ক্যাপেলা হোটেলকে বেছে নেয়া হয়েছে। এদিকে বৈঠককে সামনে রেখে সিঙ্গাপুর সরকার দেশের মধ্যাঞ্চলকে আগামী ১০ থেকে ১৪ জুন পর্যন্ত ‘বিশেষ এলাকা’ হিসেবে ঘোষণা করেছে।


উল্লেখ্য, চলতি মাসের ১২ তারিখে কিম জং উন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এ শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com