শিরোনাম
সিরিয়ায় আল কায়েদার শীর্ষ নেতা নিহত
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৬, ১৪:০৫
সিরিয়ায় আল কায়েদার শীর্ষ নেতা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আল কায়েদার উর্ধ্বতন এক নেতা নিহত হয়েছে। সোমবার সিরীয় জঙ্গি সংগঠন ফাতেহ আল শাম ফ্রন্ট বিষয়টি নিশ্চিত করে। এর আগে পেন্টাগন তাকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা ঘোষণা করে।



ফাতেহ আল শাম আগে আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল। জঙ্গি সংগঠনটি জানায়, ইদলিব প্রদেশের পশ্চিমে মার্কিন জোটের বিমান হামলার পর মিশরের নাগরিক আহমেদ সালামা মাবরৌক নিহত হয়েছেন। তিনি আবু ফারাজ নামেও পরিচিত ছিলেন। ১৯৫৬ সালে কায়রোর উপকণ্ঠে জন্ম নেয়া মাবরৌক আল কায়েদার প্রবীণ নেতা ও আল কায়েদার সহযোগী ফাতেহ আল শাম ফ্রন্টের কমান্ডার ছিলেন।



এক বিবৃতিতে পেন্টাগন মুখপাত্র পিটার কুক ইদলিবের কাছে মাবরৌককে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলার কথা নিশ্চিত করেন। তিনি মাবরৌককে সিরিয়ার অন্যতম উর্ধ্বতন আল কায়েদা নেতা ও আল কায়েদা সন্ত্রাসীদের উত্তরাধিকার হিসেবে উল্লেখ করেন। তার সঙ্গে ওসামা বিন লাদেনের সম্পর্ক ছিল বলেও তিনি জানান।



তবে কুক বলেন, বিমান হামলায় তিনি সত্যিই নিহত হয়েছেন কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। সত্যিই তিনি নিহত হলে উর্ধ্বতন আল কায়েদা নেতা ও চরমপন্থীদের মধ্যে সমন্বয় সাধনে ব্যাঘাত ঘটবে।



কুকু বলেন, আল কায়েদার অভিযান ব্যাহত করতে এবং তাদের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অব্যাহতভাবে সংগঠনটির নেতাদের লক্ষ্যে পরিণত করবে।



বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com