শিরোনাম
স্পেনের নতুন প্রধানমন্ত্রী, যিনি লড়তে জানেন
প্রকাশ : ০২ জুন ২০১৮, ১৭:৪০
স্পেনের নতুন প্রধানমন্ত্রী, যিনি লড়তে জানেন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্পেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিয়েছেন সমাজতন্ত্রী দলের নেতা পেদ্রো সানচেজ। আগের দিন শুক্রবার স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোই পার্লামেন্টে অনাস্থা ভোটে বরখাস্ত হন।


তবে ৩৫০ আসনের পার্লামেন্টে তাঁর দলের আসনসংখ্যা মাত্র ৮৪। ফলে যে কোনো আইন পাসের জন্য হিমশিম খেতে হবে তাঁর সরকারকে।


বিদায়ী প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোই এবং তাঁর দল কনজারভেটিভ পিপলস পার্টির (পিপি) বিরুদ্ধে গত দু'বছর ধরে দুর্নীতির নানা অভিযোগ ওঠে। কিন্তু সেগুলোর কোনোটাই তারা স্বীকার করেনি। মাদ্রিদের কনরাড আডেনাউয়ার ফাউন্ডেশন-এর ব্যুরো চিফ ভিলহেল্ম হোফমাইস্টার বলেছেন, ‘‘এরই মধ্যে দলের বেশ কয়েকজনকে নানা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, অনেকেই বিচারের মুখোমুখি হয়ে দণ্ড ভোগ করছেন। এদের মধ্যে আছেন সাবেক অর্থমন্ত্রী এবং আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক রদ্রিগে রাটো।''


গত সপ্তাহে দলটির একজন সাবেক কোষাধ্যক্ষের ৩৩ বছর কারাদণ্ড হলে দুর্নীতির খবরটি আবারো সামনে চলে আসে। মাদ্রিদের হাইকোর্ট তাকে ঘুস গ্রহণ, অর্থ পাচার ও কর ফাঁকির অপরাধে দোষী সাব্যস্ত করে। এরপরও প্রধানমন্ত্রী পদত্যাগে রাজি হননি। এবারই প্রথমবারের মতো বিচারকরা দলটির বিরুদ্ধে অবৈধভাবে অর্থায়ন, নানা অপরাধের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ আনেন। কিন্তু রাখোই সেই একই কথা বলে গেছেন, ‘‘আমাদের সরকারের কোনো সদস্যের কর্মকাণ্ড সন্দেহজনক নয়। তাই আমাদের কিছু করার নেই।''


সানচেজ ঐতিহাসিক সুযোগ ছিনিয়ে নিলেন


ব্যালটবাক্সে সোশ্যালিস্ট নেতা পেদ্রো সানচেজ বরাবরই পিপি দলের প্রার্থীদের কাছে হেরেছেন। সমালোচকরাও কখনো তাঁর পক্ষে কোনো প্রশংসার বাণী শোনাননি। তবে তাঁরা এখন এটা স্বীকার করবেন যে সানচেজ লড়তে জানেন। দুর্নীতি কেলেঙ্কারিতে রাখোইয়ের নাম জড়িয়ে পড়লে সানচেজই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।


শুক্রবার সকালে অনাস্থা ভোটে বাস্ক ন্যাশনাল পার্টিসহ ছোট ছোট কয়েকটি দলের সমর্থন পেয়ে সানচেজ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। প্রস্তাবের পক্ষে ১৮০ জন এবং বিপক্ষে ১৬৯ জন সাংসদ ভোট দেন। ভোটে হেরে পদচ্যুত হন প্রধানমন্ত্রী রাখোই। স্পেনে চার দশকের গণতন্ত্রের ইতিহাসে মারিয়ানো রাখোই পার্লামেন্টের ভোটে পদচ্যুত হওয়া প্রথম প্রধানমন্ত্রী।


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com