শিরোনাম
গদি হারালেন স্পেনের প্রধানমন্ত্রী
প্রকাশ : ০১ জুন ২০১৮, ২০:১১
গদি হারালেন স্পেনের প্রধানমন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সংসদে আস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতা হারালেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংসদে অনাস্থা প্রস্তাব আনা হয়। তার পরাজয়ের ফলে বিরোধীদলীয় নেতা পেদ্রো সানচেজের (৪৬) প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হলো।


অনাস্থা প্রস্তাবের পক্ষে ১৮০ এবং বিপক্ষে ১৬৯ ভোট পড়ে। একজন ভোটদানে বিরত ছিলেন। দেশটিতে ১৯৭৭ সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর রাজয়ই হলেন প্রথম প্রধানমন্ত্রী, যিনি আস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতা হারালেন। তিনি ইউরোপের সবচাইতে দীর্ঘস্থায়ী সরকারপ্রধানদের একজন।


ভোটাভুটির আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে রাজয় বলেন যে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অর্জনের জন্য তিনি গর্বিত। ভোটাভুটি শেষে তিনি ভাবী প্রধানমন্ত্রী সানচেজের চেম্বারে যান এবং তাঁর সঙ্গে হ্যান্ডশেক করেন। সূত্র : ডন


বিবার্তা/হুমায়ুন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com