শিরোনাম
উমরাহকারীরা জেনে রাখুন
প্রকাশ : ০১ জুন ২০১৮, ১৮:১২
উমরাহকারীরা জেনে রাখুন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পবিত্র উমরাহ করতে গিয়ে অনেকেই সউদি আরবে বেশিদিন থেকে যান, এমনকি অনেকে একেবারে থেকে যেতে চান। এমন উমরাহকারীদের এবার কঠোরভাবে সতর্ক করে দিয়েছে সেদেশের জেনারেল ডাইরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত) কর্তৃপক্ষ।


জাওয়াজাত কর্তৃপক্ষের ভাষ্যমতে, এন্ট্রি ভিসার মেয়াদ পার হয়ে যাওয়ার পরও সউদি আরবে থেকে গেছে - এমন কেউ ধরা পড়লে তাকে দেশে ফেরত পাঠানোর আগে ৫০ হাজার রিয়াল জরিমানা দিতে এবং ছয় মাস জেলের ভাত খেতে হবে।


তাই সকল উমরাহকারীকে বলা হয়েছে তাঁরা যেন তাঁদের ভ্রমণসূচী মেনে চলেন এবং এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সউদি আরব ছেড় যান।


জাওয়াজাত আরো বলেছে, উমরাহ করতে যারা ওই দেশে যাবেন তাদের চলাচল কেবল মক্কা, মদিনা ও জেদ্দার মধ্যে সীমিত রাখতে হবে। তাঁরা এর বাইরে আর কোথাও যেতে পারবেন না।


ভিসার মেয়াদ শেষের পরও অবস্থানকারীদের পরিবহন, কাজে নিয়োগ, আশ্রয় দান ও লুকিয়ে না-রাখতে সউদি ও প্রবাসী সবাইকে সতর্ক করে দেয়া হয়েছে। সূত্র : সউদি গেজেট


বিবার্তা/হুমায়ুন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com