শিরোনাম
আয়ারল্যান্ডে গর্ভপাত বৈধতা পাচ্ছে
প্রকাশ : ২৭ মে ২০১৮, ১৯:৫২
আয়ারল্যান্ডে গর্ভপাত বৈধতা পাচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গর্ভপাতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষে রায় দিয়েছে আয়ারল্যান্ডের জনগণ।


বিবিসি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার অনুষ্ঠিত গণভোটে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষে ৬৬ দশমিক ৪ শতাংশ আইরিশ ভোট দেন। আর নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে ভোট পড়েছে ৩৩ দশমিক ৬ শতাংশ।


আয়ারল্যান্ডের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ডাবলিন ক্যাসেলে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে বুথফেরত জরিপেও একইরকম ফলাফলের আভাস দেয়া হয়েছিল। আয়ারল্যান্ডে গর্ভপাত আইনত নিষিদ্ধ।


এদিকে অধিকাংশ জনগণ গর্ভপাতের পক্ষে থাকায় চলতি বছরের শেষ দিকে গর্ভপাত বিষয়ক নতুন আইন প্রবর্তন করার ঘোষণা দিয়েছেন আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার।


নতুন আইনে গর্ভধারণের প্রথম ১২ সপ্তাহের মধ্যে এবং বিশেষ ক্ষেত্রে ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত করার সুযোগ থাকবে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


১৯৮৩ সালে গণভোটের মাধ্যমে গর্ভপাতকে নিষিদ্ধ ঘোষণা করে দেশটিতে ৮ম সাংবিধানিক সংশোধনী পাস হয়। অষ্টম সাংবিধান সংশোধনী অনুযায়ী, গর্ভস্থ শিশু এবং মায়ের জীবনের সমানাধিকার রয়েছে।


উল্লেখ্য, দেশটিতে গর্ভপাত করালে ১৪ বছর জেল এবং জরিমানার বিধান রয়েছে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com